বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

‘দেশে ধনি-গরিবের বৈষম্য বেড়েছে’

দিনাজপুর প্রতিনিধি

কমরেড মাহমুদুল হাসান মানিক বলেন, দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সমাজে ধনি-গরিবের বৈষম্য বেড়েই চলেছে। দেশের গুটি কয়েক লোকের হাতে সম্পদ জড়ো হচ্ছে। কিন্তু গরিব এই উন্নয়নের সুফল পাচ্ছে না। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় সর্বস্বান্ত হচ্ছে। ঘুষ দুর্নীতিতে গোটা দেশ ছেয়ে গেছে। দেশের এই সংকটের হাত থেকে মেহনতী মানুষকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে। গতকাল ওয়ার্কার্স পার্টির বোচাগঞ্জ উপজেলা শাখার সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক। গতকাল সকালে বোচাগঞ্জ শহীদ মিনার চত্বরে ওয়ার্কার্স পার্টির বোচাগঞ্জ উপজেলা শাখার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর