শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

শ্রীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল বিকালে থেমে থেমে এ সংঘর্ষ হয়। জানা যায়, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দাবিতে শ্রীপুরের মাওনা রঙ্গিলাবাজার এলাকার আদিব ডাইং মিলস লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। অবরোধ তুলে নিতে বললে পুলিশের সঙ্গে শ্রমিকদের বাকবিতন্ডা হয়। কয়েকবার শ্রমিকরা মহাসড়ক অবরোধের স্থান পরিবর্তন করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে শ্রমিকরাও পুলিশের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে। কর্তৃপক্ষ কারখানা এলাকা ছেড়ে যায়। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক চন্দন কুমার জানান, মহাসড়ক অবরোধ করে শ্রমিকেরা জনদুর্ভোগ সৃষ্টি করে। অবরোধ তুলে নিতে বললে ছত্রভঙ্গ হয়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন স্থান থেকে ইটপাটকেল নিক্ষেপ করে।

 পরে মৃদু লাঠিচার্জ ও ১০ রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। ওসি জানান, আগামী ৩০ সেপ্টেম্বর শ্রমিকদের আগস্ট মাসের বকেয়া পরিশোধ করবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। ওই দিনই সেপ্টেম্বর মাসের বকেয়া পরিশোধের তারিখ জানিয়ে দেবে তারা।

সর্বশেষ খবর