শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

এক বাড়িতে ১৮ জন ডায়রিয়ায় আক্রান্ত

দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলার দোসতিনা গ্রামে এক বাড়ির ১৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জেলা সিভিল সার্জনের নির্দেশে গতকাল বিষয়টি তদন্ত শুরু করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

গুঠিয়ার ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ওই গ্রামের কয়েকটি বাড়িতে গত আটদিন ধরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত ২৪ সেপ্টেম্বর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান (৬০) এবং ১৯ সেপ্টেম্বর একই বাড়ির ফজলুল হকের (৫০) মৃত্যু হয়। এছাড়া ১৯ সেপ্টেম্বর থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন একই বাড়ির ঝর্ণা, আলমগীর, মনোয়ারা, রুমা, নাদিয়া, পারভীন, মনির, সুলতানা, হিরু তালুকদার, নাবিলা, আশা, আফিয়া, সাজিন, মিলন, ময়না ও সুলতানা। উজিরপুর স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম শামসুদ্দিন জানান, এ বিষয়ে সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে।

বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, ডায়রিয়ার কারণেই দুজনের মৃত্যু হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। পুরো ঘটনা খতিয়ে দেখতে স্বাস্থ্য কর্মকর্তাসহ একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সর্বশেষ খবর