শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পানিবন্দী সহস্রাধিক পরিবার ডুবে গেছে ফসলি জমি

পদ্মায় অব্যাহত পানি বৃদ্ধি

কুষ্টিয়া প্রতিনিধি

পানিবন্দী সহস্রাধিক পরিবার ডুবে গেছে ফসলি জমি

পদ্মা নদীর কুষ্টিয়ার দৌলতপুর অংশে অস্বাভাবিকভাবে বাড়ছে পানি। গত দুই দিনে পানিবন্দী হয়ে পড়েছে চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের সহস্রাধিক পরিবার। তলিয়ে গেছে প্রায় এক হাজার ৫০০ হেক্টর জমির ফসল। আকস্মিক এ বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষক ও সাধারণ মানুষ।  রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, পদ্মায় পানি বৃদ্ধির ফলে তার ইউনিয়নের চরাঞ্চলের প্রায় তিন হাজার কৃষকের মাসকলাই তলিয়ে গেছে। পাশাপাশি এসব কৃষকের অধিকাংশের ঘর-বাড়িও পানিবন্দী হয়ে পড়েছে। তিনি সরকারের কাছে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহযোগিতার দাবি জানান। চিলমারী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, আকস্মিক বন্যায় তার ইউনিয়নের চরের জমিতে চাষ করা প্রায় সব কৃষকের মাসকলাই ও আমন ধান তলিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এছাড়া গত দুই দিনে শতাধিক ঘর-বাড়ি পানিবন্দী হয়ে পড়েছে। দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান জানান, চলতি মৌসুমে দৌলতপুরে দুই হাজার ৫৫০ হেক্টর জমিতে মাসকলাই চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। লক্ষ্যমাত্রার সিংহ ভাগ মাসকলাই চাষ হয় চরাঞ্চলের চার ইউনিয়নে। এক সপ্তাহ ধরে পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে চরের জমিতে চাষ করা মাসকলাই তলিয়ে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। গতকাল পর্যন্ত এক হাজার ২১০ হেক্টর জমির মাসকলাই প্লাবিত হয়েছে বলেও তিনি জানান। গত মঙ্গলবার দৌলতপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আজগর আলী বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে পানিবন্দী পরিবারদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তবে বৃহস্পতিবার পর্যন্ত অসহায় মানুষ ও কৃষকরা কোনো সহযোগিতা পাননি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা।

সর্বশেষ খবর