শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পঞ্চগড়ে নজরুল সম্মেলন শুরু

পঞ্চগড় প্রতিনিধি

কবি নজরুল ইন্সটিটিউটের আয়োজনে এবং পঞ্চগড় জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন গতকাল শুরু হয়েছে। জেলার সরকারি অডিটোরিয়াম চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এর আগে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রহিম। মুখ্য আলোচক ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন আরিফুল ইসলাম পল্লব, অধ্যাপক মণিশঙ্কর দাশগুপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান, জাকিয়া তাবাস্সুম এমপি, মজাহারুল হক প্রধান এমপি।

 তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে পঞ্চগড়ের কয়েকটি ভ্যানুতে কবি নজরুলের  জীবন ও কর্ম নিয়ে আলোচনা, সেমিনার, তথ্যচিত্র প্রদর্শনী, কর্মশালা, সঙ্গীত, আবৃত্তি, প্রতিযোগিতা ও  নৃত্য অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর রাতে নজরুল সম্মেলন শেষ হবে।

সর্বশেষ খবর