রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাঁচ কৃষক পরিবার বাড়িছাড়া চাষ বন্ধ ২০০ বিঘা জমিতে

হত্যামামলার জের

নাটোর প্রতিনিধি

পাঁচ কৃষক পরিবার বাড়িছাড়া চাষ বন্ধ ২০০ বিঘা জমিতে

পাঁচ কৃষক পরিবারের সদস্যরা -বাংলাদেশ প্রতিদিন

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে বাড়িছাড়া হয়েছেন আসামি পাঁচ কৃষক পরিবার। একই কারণে আট কৃষকের প্রায় ২০০ বিঘা জমি চাষাবাদ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যসহ গ্রাম প্রধানদের বিরুদ্ধে। হত্যাকান্ডের পর অভিযুক্ত ৫ কৃষকের বাড়িতে হামলা-লুট হয়েছে। জামিনে মুক্তি পেলেও তারা জমি চাষ করতে না পেরে এবং বাড়িছাড়া হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে সিংড়ার বাঁশবাড়িয়া গ্রামের ইউপি মেম্বার কামাল হোসেনের সঙ্গে তমিজ উদ্দিনের ছয় ছেলের জমি নিয়ে বিরোধ চলছে। এ জেরে গত ১৮ জানুয়ারি দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হন। মারা যান কামাল হোসেনের বড় ভাই আলমগীর। এরপর তমিজ উদ্দিনের ছেলেদের বাড়িতে লুটপাট চালিয়ে তাদের গ্রামছাড়া করে মেম্বারের সমর্থকরা। আলমগীর হত্যা মামলায় ছয় ভাইসহ ৩০ জনকে অভিযুক্ত করা হয়। গ্রেফতারের পর ছয়ভাই জামিনে বেড়িয়ে এলেও তাদের এলাকায় ঢুকতে দেয়নি মেম্বারের লোকজন। এছাড়া ৮ কৃষক পরিবার জমিতে বোরো ও আমন চাষ করতে পারেননি। ৮ মাস ধরে জমি চাষ করতে না পেরে গত ২৭ আগস্ট সহযোগিতা চেয়ে আলমগীর হত্যা মামলার অভিযুক্ত ও তমিজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম সিংড়ার ইউএনও ও পুলিশ সুপারের কাছে আবেদন করেন। অভিযোগ আছে, আবেদনের এক মাস পেরিয়ে গেলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি। গ্রামপ্রধান মিজানুর রহমান ও ফোরকান আলী জানান, গুটি কয়েক কৃষকের সামান্য জমি চাষ করতে না দেওয়ার সিদ্ধান্ত সামাজিকভাবেই হয়েছে। এটা কারও একক সিদ্ধান্ত নয়। কারণ ওই কৃষকেরা কবরস্থানের একটি জমি দখল করে রেখেছে। ময়েজ উদ্দিন প্রামাণিক নামে অপর এক গ্রাম প্রধান বলেন, প্রায় আট মাস আগে জমি নিয়ে বিরোধে স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেনের ভাই আলমগীর হোসেন নিহত হন। ওই হত্যা মামলার আসামিদের জমি চাষাবাদ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রামে বসেই নেওয়া হয়েছে। ইউপি সদস্য কামাল বলেন, গ্রামবাসীর সঙ্গে কোনোভাবেই ওদের আপস হচ্ছে না। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন কবরস্থানের জায়গা ক্লিয়ার হবে এরপর ওদের সম্পদে ওরা চলে আসবে। সিংড়ার ওসি জানান, জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হন। এ ঘটনায় থানায় মামলা রয়েছে। কৃষকরা জমিতে যেতে পারছে না বা আবাদ করতে পারছে না এ বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এমন হলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর