রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

ক্যাসিনো সংশ্লিষ্টতা

প্রতিদিন ডেস্ক

ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত আসামিদের দেশত্যাগ ঠেকাতে বেনাপোল সীমান্তসহ পুলিশ ইমিগ্রেশনে সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সতর্কতার বিষয়টি বেনাপোল ইমিগ্রেশন ও বিজিবি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ইমিগ্রেশনের ওসি মহসিন খান জানান, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল ইমিগ্রেশন ও সীমান্ত পথে বিভিন্ন কৌশলে তারা ভারতে পালিয়ে যেতে পারে। ফলে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা ও পুলিশ ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা ও ২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, বেনাপোলের গাতিপাড়া সীমান্ত থেকে রুদ্রপুর সীমান্ত পর্যন্ত সীলগালা করে দেওয়া হয়েছে। সীমান্তে বসবাসরত লোকজনদের সন্ধ্যার পর নিজ নিজ বাড়িতে ফিরে আসতে অনুরোধ জনানো হয়েছে।

বানারীপাড়ায় ৬ জুয়ারি আটক : বরিশাল থেকে নিজস্ব প্রতিবেদক জানান, বরিশালের বানারীপাড়ায় নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়ারিকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এর আগে গত শুক্রবার দুপুরে ওই উপজেলার সিমান্তবর্তী ইন্দেরহাওলা গ্রাম থেকে পুলিশ নগদ ৭ হাজার ৮০০ টাকা এবং দুই জোড়া তাসসহ ৬ জনকে আটক করে।

সর্বশেষ খবর