শিরোনাম
রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
কলেজের সামনে বাজার

ভোগান্তিতে শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি

ভোগান্তিতে শিক্ষার্থীরা

বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজের সামনে বাজার

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী কলেজের সামনে বাজার বসায় চলাচলে ভোগান্তিতে পড়েছেন প্রায় আড়াই হাজার শিক্ষার্থী। এ ছাড়া মহাসড়কের পাশ দখল করায় সৃষ্টি হচ্ছে যানজট। এর প্রতিকার চেয়ে বিভিন্ন দফতরে আবেদন করলেও কাজ হচ্ছে না। এক দশক ধরে এই সমস্যায় ভুগছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজসূত্র জানায়, দানবীর জুনাব আলী ১৯৭২ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নিমসার বাজারে কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজের সামনের অংশটি সড়ক ও জনপথের হলেও জোর করে একটি সেখানে মহল কাঁচাবাজারের আড়ত বসিয়েছে। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে। কলেজ গেটে সারা দিন বিভিন্ন পরিবহন রাখা হচ্ছে।

নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষ মামুন মিয়া মজুমদার বলেন, ‘কলেজর সামনে বাজার বসায় শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। সারা দিন হৈ-চৈ লেগে থাকে। ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে কলেজমাঠে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. আহাদ উল্লাহ বলেন, ‘আমরা মহাসড়কের পাশে বাজারের কিছু অংশ উচ্ছেদ করেছি। বাকি অংশ পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।’

সর্বশেষ খবর