রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পাবনায় বাউল নিখোঁজ!

পাবনা প্রতিনিধি

চাটমোহর উপজেলা থেকে সুভাষ রোজারিও (৪০) নামের এক বাউলশিল্পী নিখোঁজ হয়েছেন। এ ব্যপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সুভাষ নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল চামটা গ্রামের লুকাস রোজারীওর ছেলে। অনেকে তাকে খ্যাপা বাউল হিসেবে ডাকেন। তিনি ধর্মীয় ও মঞ্চ পরিবেশনার পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠানেও সঙ্গীত পরিবেশন করেন।

নিখোঁজ সুভাষের ভাই লুইস জানান, মঙ্গলবার রাত এগারটার দিকে নাটোর থেকে গাজীপুর যাওয়ার উদ্দেশে চাটমোহর রেলস্টেশনে আসেন সুভাষ। একদিন পর অপরিচিত নাম্বার থেকে ফোন করে পরিবারের কাছে নব্বই হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের টাকাও দেওয়া হয়। কিন্তু চারদিনেও সুভাষের সন্ধান পাওয়া যায়নি।

চাটমোহর থানার ওসি শেখ নাসীর উদ্দিন জানান, সুভাষ নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধারে কাজ করে যাচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর