রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

চার নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চার নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

চাঁপাইনবাবগঞ্জে প্লাবিত গ্রাম -বাংলাদেশ প্রতিদিন

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা, পাগলা ও পুনর্ভবা নদীতে কয়েক দিন ধরে পানি বৃদ্ধি পাচ্ছে। প্লাবিত হয়েছে নদী-তীরবর্তী ফসলের খেতসহ নিম্নাঞ্চল। সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় ১ হাজার ২৫০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবৃদ্ধি অব্যাহত থাকলে জেলায় অকাল বন্যার আশঙ্কা করছেন বাসিন্দারা। জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর থেকে জেলার নদীগুলোতে পানি বাড়তে থাকে। এতে পদ্মা-তীরবর্তী চাঁপাইনবাবগঞ্জ সদরের সুন্দরপুর, বাগডাঙ্গা, নারায়নপুর ও আলাতুলী ইউনিয়ন এবং শিবগঞ্জের পাকা, উজিরপুর ও দুর্লভপুর ইউনিয়নের নিম্নাঞ্চল ডুবে গেছে। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মওদুদ আলম জানান, তার উপজেলার ৯৫০ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, এ উপজেলার এক হাজার ৮৫০ হেক্টর জমির সবজি ও মাসকালাই ডুবে গেছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত বন্যার আশঙ্কা নেই। বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রও এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করেনি।

সর্বশেষ খবর