রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ক্রেতা-বিক্রেতার ভোগান্তি ময়লা আবর্জনার দুর্গন্ধে

পঞ্চগড়ের মাছ মাংসের বাজার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের জেলা শহরের একমাত্র মাছ, মাংসের বাজারটি অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। ময়লা-আবর্জনার দুর্গন্ধ আর জায়গা সংকটের কারণে ভোগান্তিতে পড়ছেন ক্রেতা-বিক্রেতারা। তারা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ভোগের কথা জানালেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পঞ্চগড় জেলা শহরে প্রায় পৌনে এক লাখ লোকের বাস। ১৯৮৫ সালে শহরটিকে পৌরসভা ঘোষণা করা হয়।  ২০০৯ সালে পৌরসভাটিকে প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। এই শহরে মাছ মাংস বিকিকিনির জন্য বাজার রয়েছে মাত্র একটি। প্রতিদিন অন্তত ২০ হাজার মানুষ এই বাজারে কেনা বেচা করেন। কিন্তু জায়গার অভাবে রাস্তায় বসছে মাছের বাজার। নেই ময়লা-আবর্জনা অপসারণের ব্যবস্থা। দীর্ঘদিন ড্রেনও পরিষ্কার করা হয় না। দুর্গন্ধে বাজারটি অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। কাঠের ছাউনির উপর কয়েকটি টিনের চালার ঘর থাকলেও সেগুলো ফুটো হয়ে গেছে। বৃষ্টি এলেই হাঁটু পানি আর কাদায় একাকার হয়ে যায় বাজারের হাঁটার পথ। মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন ও আব্দুস সাত্তার জানান, জায়গা সংকটের কারণে রাস্তায় বসে মাছ বিক্রি করতে হয়। যেটুকু জায়গা আছে সেখানে যদি পাঁচ তলা ভবন নির্মাণ করে বাজার সম্প্রসারণ করা যায় তাহলে সমস্যা থাকবে না। মাংস ব্যবসায়ী গলি মোহাম্মদ জানান, ময়লা-আবর্জনা ফেলার জায়গা নেই। পৌরসভার লোকজনও আসে না। ড্রেনগুলো ভর্তি হয়ে গেছে। দুর্গন্ধে ক্রেতা আসতে চান না। তারা অল্প দূরে অবস্থিত গ্রামের বাজারে চলে যাচ্ছেন। ফলে আমাদের লোকসান গুনতে হচ্ছে। সম্প্রতি জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বাজার ঘুরে দেখে এটি পরিষ্কার-পরিচ্ছন্নের জন্য পৌরসভাকে পরামর্শ দিয়েছেন।

সর্বশেষ খবর