রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

মা ও শিশুকল্যাণ কেন্দ্রটি চার বছরেও চালু হয়নি

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলে মা ও শিশুকল্যাণ কেন্দ্রটি চার বছর আগে নির্মিত হলেও এখনো কার্যক্রম শুরু হয়নি। ফলে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বেনাপোল পোর্ট থানার তিন ইউনিয়নের আড়াই লাখ মানুষ।

সংশ্লিষ্টরা বলছে, দুই দফতরের রশি টানাটানির কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হতে বিলম্ব হচ্ছে। মা ও শিশুকল্যাণ কেন্দ্রের অফিস সহকারী রুস্তম আলী জানান, হাসপাতালটি চালু হলে এ জনপদের মানুষ উপকৃত হবে। শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অশোক কুমার বলেন, ‘মা ও শিশুকল্যাণ কেন্দ্রটি পরিবার পরিকল্পনা দফতরের নিন্ত্রয়ণাধীন সেজন্য এর কার্যক্রম চালু হওয়ার বিষয়টি তারাই ভালো বলতে পারবে।’ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ‘বেনাপোল  মা ও শিশুকল্যাণ কেন্দ্রটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ পরিবার পরিকল্পনা দফতরের কাছে হস্তান্তর না করায় কার্যক্রম শুরু করতে বিলম্ব হচ্ছে। জানা যায়, ২০১৩ সালে হাসপাতালটি নির্মাণ শুরু হয়। ২০১৫ সালে কাজ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর চার বছর অতিবাহিত হলেও সেখানে চিকিৎসা কার্যক্রম চলছে না।

সর্বশেষ খবর