মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

‘ল্যাম্পি স্কিন’ রোগে আক্রান্ত হচ্ছে গরু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

‘ল্যাম্পি স্কিন’ রোগে আক্রান্ত হচ্ছে গরু

ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ‘ল্যাম্পি স্কিন’ নামে ভাইরাসজনিত সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে গরু। উপজেলার বিভিন্ন গ্রামে এ রোগ ছড়িয়ে পড়েছে। দিশাহারা হয়ে পড়েছে গবাদিপশু পালনকারীরা। তারা জানান, ‘ল্যাম্পি স্কিন’ আক্রান্ত গরুর প্রথমে পা ফুলে যায়। এরপর জ্বর হয়ে ২-৩ দিনের মধ্যে গোটা শরীরে ফোঁসকা দেখা দেয়-যা পরবর্তীতে ঘায়ে পরিণত হচ্ছে। এ সময় গরু খাওয়া ছেড়ে দেয়। সারাক্ষণ চুপচাপ থাকছে। অনেক সময় গরুর বুকের নিচে পানি জমে ক্ষত সৃষ্টি হয়। ক্ষতস্থান পচে মাংস খসে পড়ে।  জানা যায়, উপজেলার কুঞ্চি, মির্জাপুর দামগাড়া, কালিকাপুর, জামালপুর, ভাদরা, হাটুয়া, আলাইপুর, ডেরাহার, গোছন, বনগ্রাম, হরিহারা, তৈয়বপুর, ভাদুম, হাটলাল, উত্তর সৈয়তপুর, কাথম, ঢাকইরসহ বিভিন্ন গ্রামে গরু ‘ল্যাম্পি স্কিন’ রোগ ছড়িয়ে পড়েছে। দিন দিন এ রোগে আক্রান্ত গরুর সংখ্যা বাড়ছে। এ রোগ কিভাবে প্রতিরোধ করবেন তা বুঝতে পারছেন না খামারিরা। প্রতিষেধক না থাকায় নন্দীগ্রামে এ রোগ ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর। উপজেলার মির্জাপুর দামগাড়া গ্রামের খলিলুর রহমান বলেন, তার নিজেরসহ ওই গ্রামের অনেকের গরুর গায়ে গুটি বসন্তের মতো গুটি বের হয়েছে। চিকিৎসা করেও ভাল হচ্ছে না। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল আলম জানান, উপজেলাজুড়ে ‘ল্যাম্পি স্কিন’ নামে নতুন ভাইরাসজনিত রোগ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এ রোগের কোনো ভ্যাকসিন নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি বলেন- এই উপজেলায় কত গরু আক্রান্ত হয়েছে তা জরিপ করা হয়নি। তবে অনেক স্থান থেকেই গরু ‘ল্যাম্পি স্কিন’  ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

সর্বশেষ খবর