মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জের পণ্য রপ্তানিতে সহায়তা দেওয়া হবে

----------------------- সুইচ রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হলেনস্টেইন চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পণ্য রপ্তানিতে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন। এ ক্ষেত্রে তিনি জেলার ঐতিহ্য কাঁসা, রেশম, নকশি কাঁথা রপ্তানির কথা উল্লেখ করেন।  রাষ্ট্রদূত গতকাল চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে চেম্বার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি স্থানীয় ক্ষেত্রে বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইশবাল হোছাইন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আবদুল হান্নান হানু, সুইস কন্ট্র্রাক্ট এরিয়া পরিচালক রুখেন উদ্দিন আহমেদ, সুইস অ্যাম্বাসির কর্মকর্তা ফারজানা আমিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি এফ কে এম লুৎফর রহমান ফিরোজ প্রমুখ।

সর্বশেষ খবর