বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আজ চরফ্যাশনে টেলি-মেডিসিন সেবার উদ্বোধন

চরফ্যাশন প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভোলার চরফ্যাশনে বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগর ইউনিয়নে টেলি-মেডিসিন ও ই-এডুকেশন সেবার উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’র উদ্বোধন উপলক্ষে দেশের ৪০টি দ্বীপে টেলিমেডিসিন এবং ই-এডুকেশন সেবা সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টায় গণভবনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চরনিউলিনে এ সেবার উদ্বোধন করবেন তিনি। চর লিউলিন বাংলার বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এই সেবা উদ্বোধন শেষে চরবাসীর সঙ্গে সরকারের বিভিন্ন সেবা নিয়ে কনফারেন্সে কথা বলবেন শেখ হাসিনা। গতকাল চরফ্যাশন উপজেলা মিলনায়তনে এক সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আব্দুস সালাম। আরও ছিলেন ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, ডা. রথীন্দ্রনাধ মজুমদার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকিরুল হক, ইউএনও রুহুল আমিন।

সর্বশেষ খবর