বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

এক পলক

বিদ্যুৎস্পৃষ্টে তিন প্রাণহানি

পটুয়াখালীর দুমকিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রিয়াদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলা সংলগ্ন পশ্চিম শ্রীরামপুর গ্রামে গতকাল এ ঘটনা ঘটে।

এদিকে দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোফাজ্জল হোসেন নামে ক্যাবল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় বীরগঞ্জ উপজেলার গোয়াল পাড়ায় ডিশলাইনে কাজ করার সময়ে এ ঘটনা ঘটে। অপরদিকে টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীর ভাঙনের হাত থেকে রক্ষার জন্য বসতবাড়ি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাল খাঁ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তিনজন। -প্রতিদিন ডেস্ক

গাছচাপায় প্রাণ গেল নারীর

কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নে গতকাল সকালে সুরাইয়া বেগম (৩৩) নামে এক নারী গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন। তিনি চর জাঙ্গালিয়া গ্রামের মিজানের স্ত্রী। স্থানীয়রা জানান, সকালে এ নারী নদীর পাড়ে মাছ খুঁজতে যান। সেখানে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। -কমলনগর প্রতিনিধি

প্রকাশ্যে ধূমপান করায় জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রকাশ্যে ধূমপান করা এবং ব্যবসা প্রতিষ্ঠানে সিগারেট প্রদর্শন করায় গতকাল দুই ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সকালে কসবা উপজেলা পরিষদ এলাকায় এক ব্যক্তি প্রকাশ্যে ধূমপান করছিলেন। এ সময় তাকে ৩০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কসবা রেলওয়ে স্টেশন এলাকায় সাত্তার স্টোরে সিগারেট প্রদর্শন করায় ওই ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর