বুধবার, ২ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জালিয়াত মামলার বাদী এখন আসামি!

নওগাঁ প্রতিনিধি

২০১৮ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত নওগাঁ সঞ্চয় অফিসের ২৭ গ্রাহকের সঞ্চয়পত্র কেনার জমা ভাউচার জালিয়াতি করে দুই কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এ ঘটনায় জেলা সঞ্চয় কর্মকর্তা নাসির উদ্দিন গত ১৫ জুন ওই কার্যালয়ের অফিস সহায়ক সাদ্দামের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত ভার আসে দুদকের কাছে।

তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আলমগীর ২৫ জুন রাজশাহী থেকে সাদ্দামকে গ্রেফতার করেন। মামলার তদন্তে দেখা যায়, দুই কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতে জেলা সঞ্চয় অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারী জড়িত। একপর্যায়ে গত বুধবার সঞ্চয় অফিসের উচ্চমান সহকারী হাসান আলীকে গ্রেফতার করা হয়। এছাড়া সোমবার সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলার ইসলামিয়া মাদ্রাসা মাঠ সংলগ্ন এলাকা থেকে নওগাঁ সঞ্চয় অধিদফতরের উপ-পরিচালক নাসির উদ্দিন ও সাবেক উপ-পরিচালক মহরম আলীকে গ্রেফতার করেছে দুদক।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, ‘শিগগিরই তদন্ত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হবে। কমিশনের অনুমোদন পেলেই অভিযোগপত্র জমা দেওয়া হবে।

সর্বশেষ খবর