শনিবার, ৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

কুমিল্লায় চার পরিবহনের সংঘর্ষ

প্রতিদিন ডেস্ক

চার পরিবহনের সংঘর্ষে এক শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ, নোয়াখালী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কে প্রাণ গেছে তিনজনের।  কুমিল্লা : যাত্রীবাহী তিনটি বাস ও ড্রাম ট্রাকের সংঘর্ষে স্কুলশিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিন বাসের ৩৫ যাত্রী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাজেদুর রহমান, বাসের হেলপার রহিম উদ্দিন মানিক (৪২) ও আরেক হেলপার (অজ্ঞাতনামা)। পুলিশ জানায়, মহাসড়কের ওই এলাকা দিয়ে ঢাকামুখী হানিফ, শাপলা ও শান্তি পরিবহনের তিনটি বাস যাচ্ছিল। কুমিল্লা থেকে একটি বালুবাহী ড্রাম ট্রাক মহাসড়কের ওই স্থান হয়ে উপজেলা পরিষদ সড়কের দিকে যাওয়ার পথে প্রথমে হানিফ পরিবহনের বাসের সঙ্গে ধাক্কা লাগে। পরে ওই বাসের পিছনে থাকা অপর দুটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। কিশোরগঞ্জ : কুলিয়ারচরে বৃহস্পতিবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কুলিয়ারচরের আব্দুল হামিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। নোয়াখালী : কোম্পানীগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার রাতে পিকআপ ভ্যানচাপায় গোলাম সরোয়ার  নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আড়াইহাজার : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক্টরের নিচে চাপা পড়ে আবু সাইদ (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কদমিরচর ও নোয়াগাঁও সড়কের মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাইদ কদমির চর গ্রামের বাছেদের ছেলে ।

সর্বশেষ খবর