রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পানি বৃদ্ধি আর ভাঙন আতঙ্কে মানুষ

প্রতিদিন ডেস্ক

পানি বৃদ্ধি আর ভাঙন আতঙ্কে মানুষ

মহানন্দার ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা -বাংলাদেশ প্রতিদিন

মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান। ভাঙন আতঙ্কে রয়েছে হাজার হাজার মানুষ। এদিকে বগুড়ায় বাঙ্গালী নদীতে বাড়ছে পানি। অব্যাহত পানি বৃদ্ধির ফলে তলিয়ে গেছে নদী-তীরবর্তি নিম্নাঞ্চল। নষ্ট হচ্ছে খেতের ফসল।

মাদারীপুর : পদ্মা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে মাদারীপুরের শিবচরে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত কয়েকদিনে শিবচর উপজেলার ৫০০ পরিবার বসতভিটা হারিয়েছে। ভাঙনঝুঁকিতে রয়েছে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট, বসতবাড়ি। চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী শিরোটোলা মসজিদপাড়া থেকে দেবীনগর গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে মহানন্দা নদীর ভাঙন শুরু হয়েছে। আতঙ্কে রয়েছে প্রায় ২০ হাজার মানুষ।  বগুড়া : উজান থেকে আসা পাহাড়ি ঢলে বগুড়ার সারিয়াকান্দির বাঙ্গালী নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। তলিয়ে গেছে উপজেলার হাটশেরপুর, নারচী, সারিয়াকান্দি সদর, হাটফুলবাড়ী, ভেলাবাড়ী, কতুবপুর ইউনিয়ন ও সারিয়াকান্দি পৌর এলাকার বাঙ্গালী-তীরবর্তী নিম্নাঞ্চল। জেলার কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এখানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি।

সর্বশেষ খবর