রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নোটিস বোর্ড খরচ ৪৫ হাজার ৫৫ হাজার টাকা সাইন বোর্ড

মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

বেলাল রিজভী, মাদারীপুর

মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিসিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। দিনের পর দিন এভাবে চলতে থাকায় ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থা।

বিল-ভাউচারের তথ্য মতে, মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য একটি সাইন বোর্ড বানানোর খরচ দেখানো হয়েছে ৫৫ হাজার টাকা। নোটিস বোর্ড বানানোর খরচে উল্লেখ আছে ৪৪ হাজার ৮৯০ টাকা। যার মধ্যে মেরামত খরচই ছয় হাজার ৮৯০। মেরামতের জন্য মিস্ত্রি আনা হয়েছে পার্বত্য জেলা রাঙামাটি থেকে। একাধিক সূত্র জানায়, মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য তিনটি গাড়ি বরাদ্দ রয়েছে। এই গাড়ি পারিবারিক কাজে ব্যবহারের বিধান না থাকলেও অধ্যক্ষের ছেলেকে স্কুলে আনা নেওয়ার কাজে ব্যবহার করে থাকেন। এ ছাড়া সেইপ প্রকল্পের কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রেও দুর্নীতি হয় বলে প্রশিক্ষকদের অভিযোগ। শিক্ষার্থীদের কাছ থেকে জামানত বাবদ ১০০ টাকা রাখা হয় যেটা ফেরতযোগ্য। কিন্তু কোনো শিক্ষার্থীকে সেই টাকা ফেরত দেওয়া হয় না। অভিযোগ আছে, উন্নয়ন খাতের কয়েক লাখ টাকা অধ্যক্ষ ভুয়া বিল-ভাউচার করে খরচ দেখিয়েছেন। এ ব্যাপারে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’ মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, ‘ইতোপূর্বে টিটিসি সম্পর্কে বেশকিছু অভিযোগ শুনেছি। অনেকেই আমাকে ব্যক্তিগভাবে জানিয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে প্রশিক্ষণ না করেই প্রশিক্ষণার্থী হিসেবে সনদপত্র দেওয়া, প্রশিক্ষণের জন্য বরাদ্দ অর্থ ঠিক মতো বণ্টন না করা। মাদ্রাসা ও কারিগরি বোর্ড থেকে একজন সচিবও বিষয়টি আমাকে জানিয়েছেন। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে’।

সর্বশেষ খবর