রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত

প্রতিদিন ডেস্ক

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত

দিনাজপুর, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, নীলফামারী, পঞ্চগড় ও যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। শুক্রবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর-

দিনাজপুর : বিরল ও বীরগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তারা হলেনÑ সঞ্জিব চন্দ্র রায় (১৮), মিন্টু চন্দ্র রায় (২০) ও মাজেদা বেগম (২৫)। শুক্রবার রাতে বিরল উপজেলার চনকালী এবং বীরগঞ্জের ভাবকী বাদিয়া পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশীপুর এলাকায় গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেনÑ নগরীর কাশীপুর এলাকার মিজান জোমাদ্দারের ছেলে অটোরিকশা চালক হাসেম জোমাদ্দার (৪০) ও বাবুগঞ্জে রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরে ব্যাটারিচালিত আটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে জুয়েল মিয়া (১৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত জুয়েল উপজেলার শ্যামগ্রাম দক্ষিণ পাড়ার আহম্মদ আলীর একমাত্র ছেলে। নবীনগর-শ্যামগ্রাম মাঝিয়ারা সড়কে শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে।

নীলফামারী : নীলফামারী-পঞ্চপুকুর সড়কে শুক্রবার রাতে প্রাইভেট কারের ধাক্কায় জহির উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জহিরের বাড়ি পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরা শশী গ্রামে।

পঞ্চগড় : তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় গতকাল সকালে বাসের ধাক্কায় মারা গেছে এক শিশু। পালিয়ে যাওয়ার সময় বাসটি খাদে পড়ে আহত হন সাতজন। আহতদের মধ্যে একজনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাকিরা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বেনাপোল : যশোরের শার্শার বাগআঁচড়ায় গতকাল বালু বোঝাই ট্রাকচাপায় রাব্বি (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত রাব্বি শার্শার রাড়ীপুকুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সর্বশেষ খবর