রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

অন্ধত্বকে জয় অতুলের

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

অন্ধত্বকে জয় অতুলের

দুই চোখে আলো ছাড়াই দরিদ্র মা-বাবার ঘরে জন্ম নেন অতুল মোহন্ত (৫০)। বগুড়ার সোনাতলা পৌর এলাকার গড়চৈতন্যপুর কামারবাড়ীর অনন্ত মোহন্তের ছেলে তিনি। বয়স বাড়লে জন্মান্ধ অতুলকে বিয়ে করায় পরিবার। বাবার সহায়তা ও অন্যের সাহায্য নিয়ে কোনোমতে সংসার চালাতে থাকেন অতুল। একমাত্র ছেলে সন্তানের জনক অতুল চেষ্টা করতে থাকেন নিজে কিছু করার। বাড়ির পাশের কামারশালায় কামারের সহযোগী হিসেবে হাতুড়ি দিয়ে লোহা পেটানোর চেষ্টা করেন। এক সময় সফল হন তিনি। দৃষ্টিহীন অতুল এখন নিয়মিত কামারশালায় হাতুড়ি চালান। এছাড়া তিনি কাঁচি দিয়ে গবাদি পশুর খড় কাটতে পারেন। কুড়াল দিয়ে চিড়তে পারেন কাঠ। সবকিছু করেন একজন সুস্থ মানুষের মতো।

অতুল জানান, ‘অভাবের সংসার, তাই অন্ধ হলেও কাজ করার চেষ্টা করি। যেদিন কাজের জন্য কেউ ডাকেন সেদিন কাজ করে ১৫০-২০০ টাকা পাই। প্রতিদিন কাজ থাকে না। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম জানান, অন্ধত্বকে জয় করে কাজের মাধ্যমে অতুল উদাহরণ সৃষ্টি করেছেন। স্থানীয় সংরক্ষিত নারী কাউন্সিলর ওয়াছিয়া আকতার রুনা জানান, ‘অন্ধ হলেও কাজের প্রতি খুবই আন্তরিক অতুল মোহন্ত। অনুকরণীয় এমন মানুষদের সহায়তা করা প্রয়োজন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর