রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

স্কুলছাত্র নয়ন হত্যা আদালতে স্বীকারোক্তি এক আসামির

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুরে স্কুলছাত্র ইসরাফিল হাওলাদার নয়ন হত্যার রহস্য উদঘটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। থানা পুলিশের কাছ থেকে মামলার তদন্ত পিবিআইর হাতে ন্যস্ত করার ১৫ দিনের ব্যবধানে গত বুধবার নারায়ণগঞ্জ থেকে নয়ন হত্যায় অন্যতম অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরদিন বরিশাল আদালতে নয়ন হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় আমিনুল। মাদক সেবনের কথা প্রকাশ করে দেওয়ায় নয়নকে হত্যা করেছে বলে জানিয়েছে পিবিআইর পরিদর্শক মাহফুজুর রহমান।

আদালতে আমিনুল ইসলাম আমিন বলেন, গত ২৭ এপ্রিল মাদক সেবনের তথ্য ফাঁস করার পর ওইদিন দুপুরে নয়নকে হত্যার পরিকল্পনা করে আশিক। পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যায় বাড়ি থেকে নয়নকে ডেকে নেয় সে। এরপর ভরসাকাঠী গ্রামে গীর্জাঘর নামে একটি পরিত্যক্ত ঘরে নয়নের হাত-পা বেঁধে মারধর করে তার কাছে থাকা মুঠোফোন দিয়ে নয়নের বাবা-মায়ের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আশিক। ওইদিন রাত ৯টার দিকে রমজানকাঠী গ্রামে মমিনদের বাড়ির পাশে পাটক্ষেতে নিয়ে যাওয়া হয় নয়নকে। সেখানে আমিনুল ও মমিনুল নয়নের পা চেপে ধরে এবং আশিক ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে তার হত্যা নিশ্চিত করে। পরে লাশ বস্তায় ভরে ইট বেঁধে নদীতে ফেলে দেয়।

সর্বশেষ খবর