রবিবার, ৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে

গাজীপুর প্রতিনিধি

কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেছেন, দেশের কৃষিকে বাঁচাতে হলে ফসল উৎপাদনে কৃষকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কৃষিতে জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে। গতকাল সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বারি’র মহাপরিচালক ড. আবুল কালাম আযাদের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) চন্ডী দাস কুন্ডু, বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব, পরিকল্পনা কমিশনের যুগ্মপ্রধান মোহাম্মদ তাসারফ হোসেন ফরাজী।

সর্বশেষ খবর