Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ৬ অক্টোবর, ২০১৯ ২৩:৫৪

তরুণীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও করে চাঁদা দাবি

তিন যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তরুণীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও করে চাঁদা দাবি

রাজশাহীর পুঠিয়ায় যুবককে তুলে নিয়ে এক তরুণীর সঙ্গে জোরপূর্বক অন্তরঙ্গ ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- পুঠিয়া উপজেলার পালোপাড়ার রাকিবুল হাসান রকি, বাড়ইপাড়ার আমিনুল ইসলাম তন্ময় ও সরদারপাড়ার এস এম হাসিবুল হাসান। পুলিশের দাবি, এরা কিশোর গ্যাং ‘কালচারের’ সঙ্গে জড়িত। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় শামীম ও বাবু নামের দুই বন্ধু পুঠিয়ার গাওপাড়ার একটি কালভার্টে বসে গল্প করছিলেন। এ সময় রকি, তন্ময়, হাসিবুলসহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে শামীম ও বাবুকে এলোপাতাড়ি মারধর করে। শামীমকে পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক এক তরুণীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ধারণ করে। ভিডিও ধারণ শেষে শামীমের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। না দিলে পুলিশ ও পরিবারের সদস্যদের ভিডিও দেখাবে বলে হুমকি দেয়। কৌশলে শামীম সেখান থেকে পালিয়ে পুঠিয়া থানায় অভিযোগ দেয়। জেলা পুলিশ সুপার জানান, এই ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম জানা গেছে। তাদের ধরতে অভিযান চলছে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর