মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দুই মাস গ্রামছাড়া শতাধিক পরিবার

মাগুরা প্রতিনিধি

দুই মাস গ্রামছাড়া শতাধিক পরিবার

গ্রামছাড়া পরিবারের ভিটেমাটি -বাংলাদেশ প্রতিদিন

একটি হত্যার জেরে প্রায় দুই মাস ধরে বাড়িছাড়া মাগুরা সদর উপজেলার সিংহডাঙ্গা গ্রামের শতাধিক পরিবার। খুনের ঘটনার পর শুধু প্রতিপক্ষই নয়, এলাকার অনেক নিরীহ মানুষের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট হয়েছে। বাড়ি ফিরতে না পারায় ওই সব পরিবার অনেকটা ফেরারি জীবনযাপন করছে। সিংহডাঙ্গা গ্রামের আলেক, কুদ্দুস, বাচ্চু, বিল্লাল, ছালেকসহ একাধিক ব্যক্তি জানান, গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে নিহত হন কবির হোসেন। হত্যাকান্ডের পর প্রতিপক্ষের ওপর প্রতিশোধ নিতে গিয়ে বাড়িঘর ভাঙচুর লুটপাট করায় এখন অনেকে অসহায় দিন কাটাচ্ছে। এদের অনেকে স্বজনের বাড়ি আবার কেউ শহরে বাসাভাড়া নিয়ে জীবনযাপন করছেন। বেশি বিপাকে পড়েছেন কৃষক ও দিনমজুররা। ঠিকমত কাজ করতে না পারায় পরিবারের সদস্যদের নিয়ে তাদের কষ্টে দিন যাচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্থানীয় বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ করলেও তারা সমাধান দিতে পারেনি। ক্ষতিগ্রস্ত বিজিবি সদস্য ইলিয়াস হোসেন বলেন, ‘ঘটনার সময় আমি কর্মস্থলে ছিলাম। উত্তেজিত জনতা আমার বাড়িটিও ভাঙচুর করেছে। পরিবার নিয়ে এলাকায় গিয়ে বাড়িঘর মেরামত করে বসবাস করবো সে পরিবেশও পাচ্ছি না। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ঘটনার পর এলাকায় ভাঙচুর ও লুটপাটের খবর পেয়ে পুলিশ প্রতিহত করে। সেখানে পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প  করা হয়েছে। যারা এলাকার বাইরে অবস্থান করছে তাদের গ্রামে এসে বসবাসের জন্য জানিয়েছি। পুলিশের পক্ষ থেকে তাদের সব রকম সহযোগিতা দেওয়া হবে।  উল্লেখ্য, মাগুরা সদর উপজেলার সিংহডাঙ্গা গ্রামে গত ১৪ আগস্ট বিকালে প্রতিক্ষের লোকজনের হামলায় কবির হোসেন মীর (৫৫) নামে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আর ১০ জন। কবির হোসেন পেশায় কৃষক ছিলেন। এ হত্যাকান্ডের পরই উত্তপ্ত হয়ে উঠে এলাকার পরিবেশ।

সর্বশেষ খবর