মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

গণপূর্তের বেদখল সম্পত্তি উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর মাইজদীতে গণপূর্ত বিভাগের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। গতকাল দুপুরে মাইজদী পুরাতন বাসস্ট্যান্ডের হায়দার ইলেকট্রনিক্সের পিছনের অবৈধ অংশ ভেঙে এই অভিযান শুরু হয়।

জানা যায়, মাইজদী পুরাতন বাসস্ট্যান্ড সোনালী ব্যাংকের পশ্চিম পাশ থেকে বক্শিমিজি পোল পর্যন্ত গণপূর্তের সম্পত্তি বেদখল হয়ে যায়। গত ১০ বছরে প্রভাবশালীরা গণপূর্ত বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি জবরদখল করে। 

গণপূর্ত বিভাগের নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, অবৈধ দখলদারদের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

সর্বশেষ খবর