মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ফতুল্লায় কুকুরের কামড়ে আক্রান্ত ৪০

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ৪০ জন আক্রান্ত হয়েছেন। রবিবার সকাল থেকে গতকাল দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে। এনায়েতনগর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুল হাসান বলেন, এ বিষয়ে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারায়ণ চন্দ্র সরকারের সঙ্গে আলাপ করতে গেলে তিনি বলেন আমাদের বিভাগটি কুকুর কোনো প্রাণিকে কামড়ালে ব্যবস্থা নিতে পারে। মানুষকে কামড়ালে নয়। মানুষকে কামড়ালে বিষয়টি দেখবে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সদর উপজেলা চেয়ারম্যান আজাদ বিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানাতে ও কুকুর নিধনে প্রকল্প দিতে আবেদন করতে বলেন। ইউপি সদস্য কামরুল আক্ষেপ করে বলেন- জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব হলো- কাউকে কুকুরে কামড়ালে চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু আমি উপজেলায় কোনো সহায়তা পেলাম না।  তিনি জানান, আহতদের অনেকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অনেকে প্রাইভেট চিকিৎসা নিয়েছেন। যারা গরিব তাদের দুই হাজার টাকা করে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর