বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নেত্রকোনায় লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেশি

রোপা আমন মৌসুম

নেত্রকোনা প্রতিনিধি

ধানে উদ্বৃত্ত জেলা নেত্রকোনা। এ জেলার ১০ উপজেলার প্রায় অর্ধেকেই হাওর। হাওরের একমাত্র ফসল বোরো। বোরো ধান এ জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায়ও সরবরাহর করা হয়। বাকি অর্ধেক জমিতে আবাদ হয় রোপা আমন। এ ধান বোরোর ফলনের চেয়ে কিছুটা কম হলেও উদ্বৃত্ত থাকে।

চলতি রোপা আমন মৌসুমে নেত্রকোনায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় পাঁচ হাজার হেক্টর বেশি জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে। নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি রোপা আমন  মৌসুমে নেত্রকোনায় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এক লাখ ২৫ হাজার ১৪৯ হেক্টর জমি। এর মধ্যে উফশী জাতের ৯০ হাজার ৬ ৮০, হাইব্রিড এক হাজার ১০৭ আর স্থানীয় জাতের ৩৩ হাজার ৩৬২ হেক্টর জমি। গত ১৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় রোপা আমন আবাদ করা হয়েছে এক লাখ ৩০ হাজার ৭৫ হেক্টর জমি। এর মধ্যে উফশী জাতের এক লাখ দুই হাজার ৩৬০, হাইব্রিড তিন হাজার ২৩৫ ও স্থানীয় জাতের ২৪ হাজার ৪৮০ হেক্টর জমি। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান জানান, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আমন আবাদের সুযোগ রয়েছে। শেষ পর্যন্ত নেত্রকোনায় এক লাখ ৩২ হাজার হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর