বুধবার, ৯ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পাড় ভেঙে ঝুঁকিতে বিদ্যালয়

নওগাঁ প্রতিনিধি

পাড় ভেঙে ঝুঁকিতে বিদ্যালয়

নওগাঁ সদর উপজেলার চককালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়

নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের চককালিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৩ সালে স্থাপিত। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৯০ জন। স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই নানা ধরনের সমস্যার মধ্যেও সফলতার সঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। আশপাশের গ্রাম থেকে এখানে পড়াশোনা করতে আসেন কোমলমতি শিক্ষার্থীরা। কিন্তু কিছুদিন আগে বিদ্যালয়ের পাশের পুকুর পাড়ের তালগাছ ভেঙে পড়ে যাওয়ার কারণে বিদ্যালয়ের অংশে ভাঙন দেখা দেয়। যার কারণে          ঝুঁকি নিয়ে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।

সর্বশেষ খবর