বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

বজ্রপাতে তিন প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

বজ্রপাতে তিন প্রাণহানি

নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে দুই মহিষপালক ও পটুয়াখালীর গলাচিপায় এক কৃষক প্রাণ হারিয়েছেন। দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের বড় দেইল গ্রামে বজ্রপাতে দুই মহিষ পালকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, বুড়ির চর ইউনিয়নের বড় দেইল গ্রামের খানার বাড়ির কামরুল ইসলাম ও একই গ্রামের আবুল কালাম। গতকাল মহিষ চরাতে মাঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। ইউপি সদস্য নূরুল আমিন জানান, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে লালচর এলাকার মাঠে ছেড়ে আসা মহিষ দেখতে যায় কামরুল ইসলাম ও আবুল কালাম। মাঠের কাছাকাছি গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে দুজন মারা যান। গলাচিপা : পটুয়াখালীর গলাচিপায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আনছার মৃধা (৫৫) নামের এক কৃষক মারা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার উত্তর চর বিশ্বাস গ্রামে। আনছার মৃধা ওই গ্রামের মৃত কাদের মৃধার ছেলে। চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর