বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

তিন বছর ধরে সেতুর নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে সর্বরামপুর গ্রামে তিন বছর বন্ধ সেতুর নির্মাণ কাজ। এই সেতুটি নির্মাণ না হওয়ার কারণে কয়েক গ্রামের মানুষ পড়েছে চরম দুর্ভোগে। এলাকার জনসাধারণ ও শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে সেতু নির্মাণের প্রাথমিক কাজ হিসেবে খালের দুই পাড়ে শুধুমাত্র দুটি খাম্বা তৈরির পর রহস্যজনক কারণে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে ও উপজেলা প্রকৌশল অধিদপ্তর এই ব্রিজটির তত্ত্বাবধানে ছিল। দীর্ঘদিন ধরে এই ফুট ব্রিজের নির্মাণ কাজ বন্ধ থাকায় ওই এলাকার দুটি ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের বসবাসরত সাধারণ মানুষসহ স্কুলগামী ছাত্র-ছাত্রীদের রতনডারি খাল পাড় থেকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

 তবে শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে বাঁশের সাঁকো ও নৌকাই একমাত্র ভরসা।  রতনডারি খালের দুই পাশে কাশিমপুর ও গোনা ইউনিয়ন পরিষদ। কিন্তু রতনডারি খালের সর্বরামপুর ও ভবানীপুর চৌতাপাড়া নামক স্থানে স্থানীয়রা বছরের পর বছর বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করে আসছে। এই সাঁকো দিয়ে সর্বরামপুর, কাশিমপুর, ডাঙ্গাপাড়া, এনায়েতপুর, ভবানীপুর, দুর্গাপুর, গ্রামসহ দুইটি ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের জনসাধারণ চলাচল করে।

সর্বশেষ খবর