শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদীর পাঁচ বছর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদীর পাঁচ বছর কারাদন্ড

বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণের মিথ্যা মামলা দায়ের করায় বাদীকে পাঁচ বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের দন্ডাদেশ দেওয়া হয়েছে। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ অভিযুক্তের অনুপস্থিতে বুধবার বিকালে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামি লাকী বেগম বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের বলইকাঠী গ্রামের রফিক সিকদারের মেয়ে। লাকীর দায়ের করা মামলা খারিজ হওয়ার পর ওই মামলার প্রধান আসামি আমিনুল সিকদার বাদী হয়ে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১১ সালের ২ জুলাই লাকী বাদী হয়ে আমিনুলকে অভিযুক্ত করে ধর্ষণ মামলা দায়ের করেন।

ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত না পাওয়ায় ২০১৩ সালের ২৭ মার্চ তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই নজরুল ইসলাম ট্রাইব্যুনালে ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে মামলাটি খারিজ হয়ে যায়। এরপর ওই বছরের ২১ জুন আমিনুল সিকদার বাদী হয়ে মিথ্যা ধর্ষণ মামলার প্রতিকার চেয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে লাকী ও তার বাবা রফিকসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে ট্রাইবুনালের বিচারক মিথ্যা ধর্ষণ মামলার বাদী লাকীকে উপরোক্ত দন্ডাদেশ দেন এবং অপর তিনজনকে বেকসুর খালাস দেন।

সর্বশেষ খবর