শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ফরিদপুরে হত্যা মামলায় সাতজনের মৃত্যুদন্ড

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কেরামত হাওলাদার হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে সাতজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে এ আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের হাকিম মো. সেলিম মিয়া। মৃত্যুদ-প্রাপ্ত সাত আসামির মধ্যে পাঁচজনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। দুজন পলাতক। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের সিংগারডাক গ্রামের তোফা মোল্লা (২৬), পলাশ ফকির (৩২) ও সিদ্দিক খালাসী (৩৬); চান্দ্রা গ্রামের এরশাদ মাতুব্বর (৩২), নাইম মাতুব্বর (৩৫) ও আনোয়ার মোল্লা (২৮) এবং সদরপুর উপজেলার চরমানাই ইউনিয়নের আমির খাঁর কান্দি গ্রামের সিরাজুল খাঁ (২৭)। এর মধ্যে সিরাজুল খাঁ ও নাইম মাতুব্বর পলাতক রয়েছেন। আদালতের নথি থেকে জানা যায়, কেরামত হাওলাদার চান্দ্রা ইউনিয়নের উত্তর লোহারদিয়া গ্রামর মৃত সামছু হাওলাদারের ছেলে। তিনি পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১৪ সালের ১৫ ডিসেম্বর বাড়ি থেকে আনুমানিক ১ কিলোমিটার দূরে চান্দ্রার ছলিলদিয়া গ্রামের দীঘলকান্দা বিলের মধ্যে জনৈক আক্কাস মল্লিকের পুকুরে তার মৃতদেহ গলা কাটা ও পেট ফাড়া অবস্থায় উদ্ধার করা হয়। মৃতের শরীরে কোনো পোশাক ছিল না। তার হাত তারই পরনের ফুলহাতা গেঞ্জি দিয়ে বাঁধা ছিল।

সর্বশেষ খবর