রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ট্রাক থেকে চাঁদাবাজি বন্ধের দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সড়কে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। সংগঠনের কানসাট অফিসে গতকাল সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে চাঁদাবাজি বন্ধের দাবি জানান তারা। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের  নেতা নাইম হোসেন। এতে অভিযোগ করা হয়, ট্রাক ভাড়ার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী পরিবহন শ্রমিক ফেডারেশন একটি বৈধ সংগঠন-যার রেজিস্ট্রেশন রয়েছে এবং সংগঠনটি করও পরিশোধ করে। কিন্তু আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন, বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার ইউনিয়ন ও জেলা ট্রাক ও মোটর শ্রমিক ইউনিয়ন অবৈধভাবে প্রতি ট্রাক থেকে জোর করে ৩০০-৫০০ টাকা পর্যন্ত আদায় করছে। তাছাড়া ট্রাক বন্দোবস্তকারী বৈধ সংগঠনটিকে ট্রাক ভাড়া করতে দেওয়া হচ্ছে না। এতে সংগঠনটির প্রায় ২ হাজার ২০০ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এ সময় আব্দুল কাদির, শ্রী অনন্ত কুমার  প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর