রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নাটোরের শিক্ষার্থীদের জমা ৮ কোটি টাকা

স্কুল ব্যাংকিং মেলা

নাটোর প্রতিনিধি

নাটোরের ২৪ হাজার শিক্ষার্থী স্কুল ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করে প্রায় আট কোটি টাকা জমা করেছে। একই কর্মসূচিতে সারা দেশে ১৮ লাখ ১৮ হাজার ৩১৪ শিক্ষার্থী জমা করেছে এক হাজার ৫১০ কোটি টাকা। লীড ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আয়োজনে নাটোরে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং কনফারেন্সে গতকাল এই তথ্য জানানো হয়েছে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের ব্যাংকের এই হিসাব সম্পূর্ণ চার্জমুক্ত। মাত্র নয় বছরের মধ্যে ১৮ লাখ শিক্ষার্থী দেড় হাজার কোটি টাকা জমা করেছে-যা অত্যন্ত আশাব্যঞ্জক। শিশুদের জমা করা এই অর্থে নতুন চারটি ব্যাংক তৈরি করা সম্ভব। খুব শীঘ্রই তাদের জমার পরিমাণ বেড়ে ১৫ হাজার কোটি টাকায় পৌঁছবে বলে ব্যাংক কর্মকর্তারা আশা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইদ্রিছ। এর আগে জেলার ২৬টি ব্যাংক ও ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনফারেন্স চত্বরে ব্যাংকিং মেলার আয়োজন করা হয়। 

সর্বশেষ খবর