রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

মানিকগঞ্জে নৌকা বাইচ অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার দিয়াইল বিলে গত শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এবার বর্ষার পানি প্রবেশ করায় ১০ বছর পর আবার এই বিলে নৌকাবাইচ অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতা উপলক্ষে আনন্দে মেতেছিল এলাকাবাসী। বাইচের নৌকার মাঝি-মাল্লারা নেচে-গেয়ে মাতিয়ে তুলে এলাকা। বিপুল সংখ্যক মানুষ ছোট ছোট নৌকা নিয়ে, কেউ রাস্তায় দাঁড়িয়ে উপভোগ করেন নৌকা বাইচ। বাইচে অংশ নিয়ে এলাকার মানুষদের আনন্দ দিতে পেরে খুশি মাঝি-মাল্লারা। ছিপা, ঘাশী, খেল্লসহ বিভিন্ন আকৃতির আটটি নৌকা বাইচে অংশ নেয়। পাড়গ্রাম থেকে শুরু হয়ে নৌকা বাইচ দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ হয় দিয়াইল এলাকায়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে হেলাচিয়া এলাকার জিন্নত মাস্টারের সোনার তরী। বাইচে অংশ নেওয়া সব নৌকার জন্যই ছিল পুরস্কার। সবাইকেই দেওয়া হয় রঙিন টেলিভিশন।

সর্বশেষ খবর