সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

‘ছাত্র রাজনীতি বন্ধ হলে নেতৃত্ব তৈরি হবে না’

জেলায় জেলায় বিএনপির সমাবেশ

প্রতিদিন ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের ভাষায় দেশবিরোধী চুক্তি, বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ হয়েছে। কোথাও পুলিশি বাধায় তা প- হওয়ার অভিযোগও পাওয়া গেছে। নরসিংদী : বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আগে র‌্যাগিং ছিল না। কোথাও টর্চার সেল ছিল না। এ সবের জন্ম দিয়েছে ছাত্রলীগ। আবরার হত্যার মধ্য দিয়ে এর বহিঃপ্রকাশ হয়েছে। ছাত্র রাজনীতি বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্ররাই দেশ গড়ার কারিগর। ছাত্ররাজনীতি বন্ধ করে দিলে দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি বন্ধ হয়ে যাবে। তখন ব্যবসায়ীরা রাজনীতিতে অধিষ্ঠিত হবে। গতকাল জেলা শহরের চিনিশপুরে দলীয় কার্যালয়ে সমাবেশে এ সব কথা বলেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন তোফাজ্জল হোসেন মাস্টার, রোকেয়া আহমেদ লাকি, মনজুর এলাহী, হারুন অর রশীদ প্রমুখ। ঝালকাঠি : জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরের নেতৃত্বে শহরের আমতলা গলি সড়কের প্রবেশদ্বার বাংলালিংক পয়েন্টে সমাবেশ হয়েছে। অন্যদিকে জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর নেতৃত্বে সমাবেশ হয় শহরের আমতলা মোড়ে। খাগড়াছড়ি : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান বলেন, আবরারের রক্ত বৃথা যাবে না। বরং সরকার পতনের বীজ বপন হয়েছে। ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তৃতা করেন শহীদুল ইসলাম, আবু ইউসুফ চৌধুরী, এমএন আবছার, অনিমেষ চাকমা রিংকু, আব্দুর রব রাজা, খণিরঞ্জন ত্রিপুরা, নজরুল ইসলাম। বাগেরহাট : বাগেরহাটে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি জেলা বিএনপি। পরে দলীয় কার্যালয়ের গেটে প্রতিবাদ সভা করে। অধ্যাপক আলী রেজা বাবুর সভাপতিত্বে বক্তৃতা করেন এমএ সালাম, শেখ এসকেন্দার হোসেন প্রমুখ। বরগুনা : জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সদর রোডে সমাবেশ করে। সমাবেশ চলাকালে পুলিশ অতর্কিতে বেপরোয়া লাঠিচার্জ করলে তা প- হয়ে যায়। স্কুলছাত্রসহ দুজন আহত হন বলে জানান মহিলা দল সভানেত্রী রীমা জামান। বক্তৃতা করেন নজরুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট আ. হালিম, মাইনুল ইসলাম মাইনদ্দিন, তারিকুজ্জামান টিটু প্রমুখ। টাঙ্গাইল : জেলা শহরের শান্তি কুঞ্জ মোড়ে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল এসে সমবেত হয়। পরে সেখানে পথসভার আয়োজন করেন নেতা-কর্মীরা। বক্তৃতা করেন অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আতোয়ার রহমান জিন্না, জিয়াউল হক শাহীন, আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, আশরাফ পাহেলী, খন্দকার রাশেদুল আলম রাশেদ, শফিকুর রহমান খান শফিক, একিউ মনিরুল হক, সালে মোহাম্মদ সাফি ইথেন, নুরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর