সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

‘ঢিলেঢালা আন্দোলনে খালেদা জিয়ার মুক্তি হবে না’

জেলায় জেলায় সমাবেশ

প্রতিদিন ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাদের ভাষায় দেশবিরোধী চুক্তি, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ হয়েছে। কোথাও পুলিশি বাধায় তা প- হওয়ার অভিযোগও পাওয়া গেছে।  পঞ্চগড় : জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভায় বক্তারা বলেছেন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ধীর গতি চলছে। এই ঢিলেঢালা আন্দোলনে কখনোই নেত্রীকে মুক্ত করা সম্ভব না। দেশে এখন অরাজক পরিস্থিতি চলছে। সরকার যা ইচ্ছা তাই করছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। গতকাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সভায় বক্তারা এসব কথা বলেন। আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ফরহাদ হোসেন আজাদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, বজলুর রহমান, কামরুজ্জামান রাসেদ প্রমুখ। এ সময় কেন্দ্রীয়  জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য নির্বাচিত হওয়ায় মির্জা নাজমুল ইসলাম কাজলকে সংবর্ধনা দেওয়া হয়।  নাটোরে জনসমাবেশ প- : জেলা শহরের আলাইপুরের বিএনপির অস্থায়ী কার্যালয়ে জনসমাবেশ আয়োজন করে জেলা বিএনপি। সকালে বিপুল সংখ্যক পুলিশ দলীয় কার্যালয় ঘিরে রাখায় জনসমাবেশ প- হয়ে যায়।  এর প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বক্তৃতা করেন আমিনুল হক। উপস্থিত ছিলেন রহিম নেওয়াজ, শহিদুল ইসলাম বাচ্চু, অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, খবির উদ্দীন শাহ, ফরহাদ আলী দেওয়ান শাহীন। দিনাজপুর : বিএনপির ভাইস চেয়ারম্যান জাতীয় সংসদের সাবেক হুইপ মো. শাহজাহান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দলের প্রতিটি নেতাকর্মীকে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশে আইন-কানুন বলতে কিছু নেই। যার প্রমাণ বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা। গতকাল পুলিশি বাধায় দলীয় কার্যালয়ের বাইরে সমাবেশ করতে না পেরে দলীয় কার্যালয়ের ভিতরে প্রতিবাদ সমাবেশ করে। চুয়াডাঙ্গা বিএনপি সাহিত্য পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে। সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন শরিফুজ্জামান শরিফ।

সর্বশেষ খবর