সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পঞ্চগড়ে ১৭২ দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে দুর্যোগ সহনীয় বাড়ি নির্মাণ করছে সরকার। মানবিক সহায়তায় পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার বসতভিটা আছে ঘর নেই এমন অসচ্ছল, হতদরিদ্র, নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে গৃহহীন ১৭২টি পরিবারের জন্য এসব পাকা বাড়ি নির্মাণ করা হয়। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব বাড়ির উদ্বোধন করেন। পরে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন প্রধানমন্ত্রীর পক্ষে সদর উপজেলার দ্বারিকামারী গ্রামের আসমা বেগমের বাড়ির ফলক উম্মোচন করেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম¤্রাট, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মতিউর  রহমান ও সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী সিফাত বিন রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর