মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

পদ্মার পানি বৃদ্ধিতে ছয় কোটি টাকার ফসলের ক্ষতি

লালপুর

নাটোর প্রতিনিধি

পদ্মার পানি বৃদ্ধিতে ছয় কোটি টাকার ফসলের ক্ষতি

সম্প্রতি পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে নাটোরের লালপুরের ১৮টি চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে ছয় কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্তদের প্রণোদনার পাশাপাশি ক্ষতি পুষিয়ে নিতে চার হাজারের অধিক কৃষকের নাম পাঠানো হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতরে। লালপুর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, পদ্মার পানি বেড়ে যাওয়ায় আকস্মিক বন্যায় লালপুর সদর, বিলমাড়িয়া, ঈশ্বরদী ও দুরদড়িয়া ইউনিয়নের সব কয়টি চর ডুবে যায়। তলিয়ে যায় আগাম জাতের শীতকালীন সবজি, আখ, কলাবাগানসহ অন্য ফসল। এক সপ্তাহের বন্যায় ১৮টি চরের সব ফসল নষ্ট হয়। গত তিন দিন ধরে পদ্মার পানি কমায় বাড়িঘরে ফিরতে শুরু করেছে মানুষ। কৃষি বিভাগের হিসাব মতে পানিতে এক হাজার ৩০৮ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পুরো ফসল নষ্ট হয়েছে, ১২১ হেক্টর এবং আংশিক ক্ষতি হয়েছে ১ হাজার ১৭৮ হেক্টর জমির ফসল। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে সবজি, কলা বাগান, ফল বাগান, আখ, মাসকালাই, তুলা, হলুদ ও আমন ধান। লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করেছি। টাকার অঙ্কে ছয় কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকার ক্ষতি নিরুপন করা হয়েছে। মন্ত্রণালয় বা অধিদফতর থেকে বরাদ্দ এলে কৃষকদের সহযোগিতা করা হবে। লালপুরের ইউএনও উম্মুল বানীন দ্যুতি বলেন, ‘চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা কৃষি অফিসের মাধ্যমে করা হয়েছে। সরকারিভাবে তাদের সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। সরকারি কোনো সহযোগিতা পেলে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।’

সর্বশেষ খবর