বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

চাঁদপুর শহর রক্ষাবাঁধে আবারও ভাঙন!

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর শহর রক্ষাবাঁধে আবারও ভাঙন!

চাঁদপুর শহর রক্ষাবাঁধের পৌরসভার পুরানবাজার হরিসভা এলাকায় আবারও মেঘনার ভাঙন দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যার পর থেকে বাঁধের প্রায় ৪০ মিটার এলাকায় এই ভাঙন শুরু হয়। এতে চারটি বসতঘর বিলীন হয়ে গেছে। ছয়টি ঘর ও ব্যবসায় প্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হয়েছে। ভাঙনের মুখে রয়েছে মন্দিরসহ আরো ১০টি বসতঘর। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে কাজ শুরু করা হয়েছে। চাঁদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, সোমাবর বিকাল ৫টার দিকে ভাঙন শুরু হয়। ৪০ মিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। হরিসভা এলাকার পুরো শহর রক্ষাবাঁধ হুমকির মুখে রয়েছে। তাৎক্ষণিক বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছি। এর আগে গত ৪ আগস্ট রাতে পুরানবাজার হরিসভা এলাকায় বাঁধে ভাঙন দেখা দিয়েছিল। সে সময় ওই এলাকার ১৫টি বসতঘরসহ প্রায় ২০০ মিটার বাঁধ বিলীন হয়েছে।

সর্বশেষ খবর