শিরোনাম
বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় ড্রেন নির্মাণ কাজ শেষ না করেই প্রকল্পের ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

২০১৫-২০১৬ অর্থবছরের ফুলবাড়ীয়া পরিষদের সামনে থেকে স্থানীয় বাসস্ট্যান্ড পর্যন্ত ১৯৫ মিটার ড্রেন নির্মাণ কাজের ব্যয় ধরা হয় প্রায় ৩৭ লাখ টাকা। প্রকল্পের ১০০ মিটার কাজ করেই সব টাকা উত্তোলন করে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৭ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠানটি সব বিল তুলে নেয়।

পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আজহারুল আলম জানান, বিগত ১০ বছর ধরে এখানে কোনো উন্নয়ন কাজ হয়নি। কাগজপত্রে হয়েছে কি না তা জানি না! ফলে সড়কটিতে পানি নিষ্কাশনও ঠিকমত হয় না। ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস হৃদয় এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জয়নাল আবেদীন জানান, ‘উপজেলা পরিষদ জায়গা না দেওয়ায় কাজ করা সম্ভব হয়নি। তবে রেজুলেশনের মধ্যে বাকি কাজ মাছ বাজারে করা হয়েছে।’ উপজেলা চেয়ারম্যান মালেক সরকার মালকি বলেন, ‘টাকা আত্মসাৎ করে এখন উপজেলা পরিষদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে। এই প্রকল্পের টাকা হরিলুট হয়েছে।’

সর্বশেষ খবর