বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

আত্মসমর্পণের পর এসআই কারাগারে

মিলন হত্যা মামলা

নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জে চাঞ্চল্যকর মিলন হত্যা মামলার আসামি পুলিশের এসআই আকরাম শেখ আদালতে আত্মসমর্পণ করার পর গতকাল তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাদীপক্ষের আইনজীবী কল্পনা রানী জানান, বুধবার দুপুরে এসআই আকরাম শেখ আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারক নবনিতা গুহ আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর এ মামলায় ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত। একই সঙ্গে পলাতক ২১ আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। উল্লেখ্য, ২০১১ সালের ২৭ জুলাই কোম্পানীগঞ্জ উপজেলার টেকের বাজারে পুলিশের গাড়ি থেকে কিশোর শামছুদ্দিন মিলনকে নামিয়ে দেওয়ার পর একদল লোক ‘ডাকাত’ সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করে।

 এ ঘটনায় মিলনের মায়ের করা মামলায় ২০১৫ সালে ডিবি পুলিশ আসামিদের সবাইকে থেকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলাটি অধিকতর তদন্ত শেষে গত ৯ মার্চ সিআইডি কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জালাল উদ্দিন আদালতে চার্জশিট দেন। এতে ২৯ জনকে অভিযুক্ত করা হলেও তার মধ্যে কোনো পুলিশ সদস্য ছিলেন না। এ বিষয়ে শুনানি শেষে বিচারক হত্যার সময় উপস্থিত থাকা কোম্পানীগঞ্জ থানার তৎকালীন এসআই আকরাম শেখকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।

সর্বশেষ খবর