বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

এক পলক

সাভারে দুই লাশ উদ্ধার

ঢাকার সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় খালি জায়গায় মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। মোস্তাফিজুর হেমায়েতপুরের কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর থানায়। অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পাওয়া গেছে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ। -সাভার প্রতিনিধি

অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জে রেলওয়ের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। গতকাল সকাল থেকে শুরু হওয়া অভিযান শেষ হয় দুপুরে। অভিযানে নগরের এক নম্বর রেলগেট এলাকায় রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা ছোটবড় নয়শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রেলওয়ের বিভাগীয় ভূমি কর্মকর্তা ও উপসচিব মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।-নারায়ণগঞ্জ প্রতিনিধি

মানববন্ধন বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে বাস থেকে ফেলে কলেজশিক্ষার্থী হত্যার ঘটনায় হেলপার ও চালককে গ্রেফতারের দাবিতে গতকাল দ্বিতীয় দিনেও মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। দুুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ের টঙ্গী কলেজ গেট এলাকায় গতকাল এ কর্মসূচি পালিত হয়। পুলিশ অভিযুক্তদের দ্রুত আটকের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সড়ক থেকে সরে যান। -টঙ্গী প্রতিনিধি

গৃহবধূ খুন

নোয়াখালীর সূবর্ণচরে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করেছে স্বজনরা। নোয়াখালী জেনারেল হাসপাতালে লাশ ফেলে পালিয়েছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

নিহত মারিয়া আক্তার বর্ণচরের চরহাসান গ্রামে জামাল উদ্দিনের স্ত্রী। -নোয়াখালী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর