বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ইঁদুর তাড়িয়ে সম্মাননা

নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় ফসলের মাঠ থেকে ইঁদুর তাড়িয়ে সম্মাননা পেয়েছেন মুক্তার মোল্লা নামে এক দিনমজুর। নিজের জমি নেই তবুও ফসল ক্ষতির হাত থেকে কৃষকদের বাঁচাতে ১০ বছর ধরে স্বেচ্ছাশ্রমে মাঠ থেকে ইঁদুর তাড়ানোর কাজটি করছেন তিনি। এমন ব্যতিক্রমী অবদানের স্বীকৃতিস্বরূপ কৃষি বিভাগ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়। বুধবার মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল। জানা যায়, মুক্তার মোল্লা প্রতিদিন ৩০-৪০টি ইঁদুর মারেন। দশ বছরে অন্তত ৫০ হাজার ইঁদুর মারার দাবি করেছেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর