শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দলীয় কোন্দলে সংসদের পর উপজেলায় ভরাডুবি

চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দলীয় কোন্দলে সংসদের পর উপজেলায় ভরাডুবি

একাদশ জাতীয় নির্বাচনে সারা দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভূমিধস বিজয় হলেও ব্যতিক্রম ছিল চাঁপাইনবাবগঞ্জ। এ জেলার তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটিতেই পরাজিত হন নৌকার প্রার্থী। একই অবস্থা এখানকার উপজেলা নির্বাচনেও। চাঁপাইনবাবগঞ্জে সংসদ ও উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের এমন ফলের জন্য দলীয় কোন্দল দায়ী বলে মনে করেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। জানা যায়, গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জেলার তিনটি আসনেই দলীয় প্রার্থী দেন। চাঁপাইনবাবগঞ্জ-১ ও ৩ আসনে দলটির ছিল একক প্রার্থী। আর চাঁপাইনবাবগঞ্জ-২ এ দলীয় প্রার্থী জিয়াউর রহমান এবং বিদ্রোহী হিসেবে গোলাম মোস্তফা বিশ্বাস মনোনয়নপত্র দাখিল করেছিলেন। চূড়ান্ত বাছাইয়ে গোলাম মোস্তফার মনোনয়নপত্র বাতিল হয়। এরপর তিনি নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেন বলে অভিযোগ উঠে। শেষ পর্যন্ত নির্বাচনে নৌকার প্রার্থী জিয়াউর রহমান পরাজিত হন। বিজয়ী হন ধানের শীষের আমিনুল ইসলাম। এরপর দলের হাইকমান্ডের কাছে গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযোগ করা হয়। গত ২৪ মার্চ গোমস্তাপুর উপজেলা নির্বাচনে দলের প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন রেজাকে মনোনয়ন দেওয়া হয়। অভিযোগ আছে গোলাম মোস্তফা বিদ্রোহী প্রার্থী আফসার আলীকে দাঁড় করিয়ে তার পক্ষে কাজ করেন। যদিও সেই নির্বাচনে হুমায়ন রেজা বিজয়ী হন। এরপর থেকে খোদ আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে অসন্তোষ দানা বাঁধে। অবশ্য গোলাম মোস্তফা বিশ্বাস তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনেও নেতৃত্বের কোন্দলের কারণে সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ পরাজিত হন বলে অভিযোগ আছে। এ আসনে বিজয়ী হন বিএনপি প্রার্থী হারুনুর রশিদ। অন্যদিকে গত ১৪ অক্টোবর অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী নজরুল ইসলামের ভরাডুবি হয়েছে। এ নির্বাচনে বিএনপির তসিকুল ইসলাম তোসি বিপুল ভোটে হারিয়েছেন নজরুল ইসলামকে। বর্তমান সরকারে আমলে জেলায় ব্যাপক উন্নয়ন হলেও সংসদ ও উপজেলা নির্বাচনে পরাজয়ের জন্য আওয়ামী লীগের নেতৃত্বে কোন্দলকেই দায়ী করছেন অনেকে।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন বলেন, ‘অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দলে থেকে বের করে দিতে হবে। অন্যথায় এর খেসারত আওয়ামী লীগকে বহন করে যেতে হবে।’

সর্বশেষ খবর