শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

দুর্ঘটনা নয়, ট্রাকচাপায় হত্যা করা হয় মামুনকে

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে সড়কে নিহত সোহেল রানা মামুনকে ট্রাকচাপায় হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। বুধবার দুপুরে ওভারটেক নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ট্রককচালক সোহেল রানা মামুনের উপর দিয়ে অপর একটি ট্রাক চালিয়ে দেওয়া হয়। ঘটনাটিকে একটি পক্ষ দুর্ঘটনা হিসেবে প্রচার করলেও তেঁতুলিয়া মডেল থানায় ওই ট্রাকের চালকসহ দুজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে মামুনের পরিবার। আসামিরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইলের আব্বাস আলীর ছেলে আব্দুল কুদ্দুস ও একই উপজেলার সাগর। ঘটনার দিন স্থানীয়রা কুদ্দুসকে আটক করে পুলিশে দেয়। গতকাল তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, মুল আসামি আব্দুল কুদ্দুসের সঙ্গে সাগর নামে আরেক ট্রাক চালকছিল। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এছাড়া ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। মামলাসূত্রে জানা যায়, বুধবার ওভারটেক করা নিয়ে বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়ায় দুটি ট্রাক থামিয়ে চালকরা নেমে কথা কাটাকাটি শুরু করেন। একপর্যায়ে মামুনের সঙ্গে ওই ট্রাক চালকের হাতাহাতিও হয়। স্থানীয়রা তাদের থামায়। মামুন সড়ক পার হয়ে নিজ ট্রাকে উঠতে যাওয়ার সময় কুদ্দুস তার ট্রাকটি মামুনের উপর দিয়ে চালিয়ে দেয়। মামুন পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়ার আজিজুল হকের ছেলে। দুই মেয়ে, স্ত্রী ও মাকে নিয়ে ছিল তার সংসার। বড় মেয়ে ইসমত জাহান মাহি পঞ্চম শ্রেণিতে পড়ে আর ছোট মেয়ে মোহনা মাইশা মনি দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সম্পদ বলতে আছে ভিটার তিন শতক জমি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চোখে অন্ধকার দেখছেন স্ত্রী-সন্তানরা। স্ত্রী শেফালী বলেন, ‘আমার স্বামীকে এভাবে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ মা আমিনা খাতুন বলেন, ‘সন্তানের লাশ দেখা কত যে কষ্টের তা যার সন্তান মারা যায় সেই বোঝে। আমি সন্তান হত্যার বিচার চাই।’

 

সর্বশেষ খবর