শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
অর্থ আত্মসাৎ চেষ্টা

গৃহনির্মাণ কাজ বন্ধ

ঝিনাইদহ প্রতিনিধি

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) বিরুদ্ধে গৃহহীনদের ঘর নির্মাণের টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে উপজেলায় বন্ধ রয়েছে গৃহহীনদের বাসগৃহ প্রকল্পের কাজ। ইউএনও সাইফুল ইসলামের মোবাইলে ফোন করে তার বক্তব্য জানতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ উজ-জামান জানান, সরকারি খাতের টাকা যৌথ একাউন্টে থাকার কথা। ইউএনওর একক নামের একাউন্টে জমা রাখার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুর রহমান জানান, বাসগৃহ নির্মানের টাকা আত্মসাতের চেষ্টার ঘটনা জানাজানি হওয়ার পিআইওর উপর ক্ষুব্ধ হয়ে তাকে অন্য প্রকল্পের বিষয়ে ‘অবৈধভাবে’ শোকোজ নোটিশও করেন ইউএনও। সচেতন মহলের ভাষ্য, বিষয়টির সুষ্ঠু তদন্ত হলে অনিয়মে পরো তথ্য বেরিয়ে আসবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর