শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

নারায়ণগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ ও রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেইট এলাকার রেলওয়ের জমি অবৈধভাবে দখল করে গড়ে উঠা প্রায় আড়াই হাজার দোকান ঘর গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত অভিযান চালানো হয়। দুটি ভেকুসহ অর্ধশত শ্রমিকের সহায়তায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় বিপুলসংখ্যক রেলওয়ে পুলিশ, আনসার ও জেলা পুলিশ মোতায়েন ছিলো। অভিযানের সময় নিরাপত্তার জন্য নগরের একাংশের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় নগরের ওই অংশের মানুষ চরম ভোগান্তিতে পড়েন।  শীতলক্ষ্যায় ২০ স্থাপনা উচ্ছেদ : জেলার রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।  গতকাল শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে ২০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

সর্বশেষ খবর